উপলব্ধি (কবিতা)

—মাহমুদ হাসান সজীব
অন্ধকার রাত দেখে কখনও ভয় পাইনি
কারণ, আমি সূর্যস্নাত ভোর দেখেছি।
উত্তাল বিক্ষুব্ধ সাগর দেখে অসহায়ত্নে ডুবে যাইনি,
কারণ, আমি শান্ত সমুদ্রের সুশীতল জল দেখেছি।
সীমাহীন একাকীত্বে বিমর্ষ হইনি,
কারণ, আমি মুখরিত জনপদ দেখেছি।
কারো লোভ, অহংকার দেখে স্তব্ধ হইনি ।
 কারণ, আমি ব্যক্তিত্বের উজ্জ্বল রূপ দেখেছি।
কারো দেওয়া কষ্টে আমি ব্যথিত হইনি।
কারণ, আমি তার সুখ ছুঁয়ে দেখেছি।
কিন্তু, কারো ভালোবাসায় আমি ভীষণ শংকিত হই।
কারণ, আমি ভালোবাসায় কষ্টের রূপই খোঁজে পেয়েছি ।
লেখক পরিচিতি: মাহমুদ হাসান সজীব
পেশা: শিক্ষার্থী
ঠিকানা: কর্দ্দি পাঁচ গাও, মহামায়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইল:০১৬১৩২৪৪২০৪

ফোকাস মোহনা.কম