উপন্যাস বিভিন্ন সময়ে সমাজ-বিবর্তনের ধারায় বিকশিত হয়েছে

শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা আয়োজিত সাহিত্যের আলাপচারিতা মুক্তকথন থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইন্সটিটিউট, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তকথনে একক বক্তা ছিলেন কথাসাহিত্যিক মুশফিকুর রহমান।

এতে বিভিন্ন পর্বে কথাসাহিত্য নিয়ে শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। এসময় তিনি বলেন, কথাসাহিত্যের প্রধান দুই অংশ ‘উপন্যাস’ এবং ’ছোটগল্প’ আধুনিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। উপন্যাস বিভিন্ন সময়ে সমাজ-বিবর্তনের ধারায় বিকশিত হয়েছে।

গত কয়েক বছরে কথাসাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, এখন শিক্ষার্থীরা যারা লিখতে চান তাদের মধ্যে কথাসাহিত্যের প্রতি অনুরাগ নেই বললেই চলে। সর্বোপরি, তরুণ প্রজন্মের লেখক পাঠকদের সাথে কথাসাহিত্যের প্রণয় ঘটুক।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম