হাইমচর (চাঁদপুর): উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক জিএম জহির,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপু।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর প্রতিষ্ঠাতা পরিষদের একটি আলোচনা সভায় কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক জিএম জহির, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপু করা হয়েছে।
কার্যকরী কমিটি না হওয়া পর্যন্ত এই কমিটি বহাল রাখা হবে বলে জানিয়েছেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা পরিষদ।
নির্বাচন কমিটির আহবায়ক জিএম জহির জানান, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে এই ডিসেম্বর মাসের ৫ তারিখে। নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠাতা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। কমিটিতে আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন। কিছুদিনের মধ্যেই আমরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করব। আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের সদস্যদের নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করবো।
ফম/এমএমএ/