
হাইমচর (চাঁদপুর): বৃহৎ স্বার্থে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম কবিরকে সমর্থন জানিয়ে উপজেলা প্রেসক্লাব, হাইমচর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তিনি বলেন- আমি নির্বাচন করার মত অনেক সময় পাবো, কিন্তু নিজের কষ্টার্জিত যোগ্যতা কাজে লাগানোর উপযুক্ত সময় হারিয়ে গেলে সেটা ফিরে পাবো না। তাই আমার পরিক্ষা সামনে নিয়ে নির্বাচনে প্রার্থী হতে পারছিনা বিধায় প্রার্থীতা প্রত্যাহার করলাম। সাথে সাথে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বন্ধুবর এস এম কবিরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
তিনি আরও বলেন, হাইমচর উপজেলাবাসীর চাহিদা পূরণে ও সর্বস্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এস এম কবিরের বিকল্প নেই। তাই জেলা পরিষদ সদস্য পদে এ যোগ্য প্রার্থীর সমর্থনে সর্বস্তরের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সর্বসাধারণের প্রতি দোয়া ও সমর্থন চেয়ে নমিনেশন পেপার জমা না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন সুমন, সদস্য পদপ্রার্থী এস এম কবির, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু, সহ-সভাপতি জি.এম জহির, মহসিন মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ রুবেল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ কোতওয়াল প্রমূখ।
ফম/এমএমএ/