হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারীর পক্ষে ব্যাপক গনসংযোগ করেন ও নৌকা প্রতীকে ভোট চান হাইমচর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
মঙ্গলবার (২১ ডিসেম্বর ) সকালে আলগী উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমলাপুর স্কুল থেকে গনসংযোগ শুরু করে কমলাপুর, রায়ের বাজার সড়কের দু পাশের বাসিন্দা, উপজেলা আওয়ামী লীগ নেতা মজিব বেপারী বাড়ির মোড়, সৈয়দ মাষ্টার বাড়ীর এলাকায়, বাশার চেয়ারম্যান বাড়ীর মোড়, আলগী বাজার ব্যাবসায়ী, আগত ক্রেতা বিক্রেতা, রাস্তায় চলাচলকারী যানবাহনে, শ্রমজীবী মানুষের কাছে ৫ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার এর মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি মহোদয় এর মাধ্যমে আলগী উত্তর ইউনিয়ন ও হাইমচর এর উন্নয়ন এর ধারাবাহিকতা রক্ষায় আতিক পাটওয়ারী কে নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কাজ যথাযথ ভাবে জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য নৌকা মার্কাকে বিজয়ী করুন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বেপারী, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আজিজ পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, নাজমুল আলম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমূখ।
ফম/এমএমএ/