চাঁদপুর : জেলার সার্বিক উন্নয়ন কাজের বাস্তব অবস্থা ও অগ্রগতি নিয়ে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি ভোটার হালনাগাদ কাজের গুরুত্ব, পৌরসভার সড়কগুলোর ডাম্পিং নিয়ে বিশেষভাবে নজরদারি রাখা, জেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য নিয়ে সে আলোকপাত করেন। একই সাথে এসব কাজের সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে স্ব স্ব দপ্তর প্রধানকে নির্দেশনা প্রদান করেন।
চাঁদপুর সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, শুধু সেবা নয়, হাঁসিমূখে সেবা দিতে হবে। গণপূর্ত বিভাগের সার্বিক কাজ ও সরকারি ভবন নির্মাণ নিয়ে দ্রুত কাজে হাত দিতে আহ্বান জানান ডিসি।
পরে তিনি বিভিন্ন দাপ্তরিক প্রধানগণের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে জেনে তা পরবর্তীতে সম্পূর্ণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডাঃ নূরে আলম দীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, এনএসআই যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো।
আরো বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত, জেলা সমাজসেবা অধিদফতর উপপরিচালক মো. নজরুল ইসলাম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা শফিকুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা- জ্যোতির্ময় ভৌমিক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আবু মূসা ফয়সাল, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোস্তাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার-দিতি সাহাসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/