‘উন্নয়নে নারীদের অংশগ্রহন নিশ্চিতে ‘স্বপ্ন’ প্রকল্প কাজ করছে’

চাঁদপুর: চাঁদপুর জেলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক (স্বপ্ন-২য় পর্যায়) যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, স্বপ্ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজন।

নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামাঞ্চলের দারিদ্র্য বিমোচন এবং উন্নয়ন কর্মসূচী-তে নারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে ‘স্বপ্ন’ প্রকল্পটি কাজ করে চলেছে। বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন কৌশল এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে দারিদ্র্য বিমোচনে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একটি সমম্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করার উপর গুরুত্বারোপ করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম