চাঁদপুর : জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দেশের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমরা উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের যে স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি এর রূপকার হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। মাতৃমৃত্যুর হার কমেছে। স্বাস্থ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামসহ শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের মাথা পিছু আয় আমাদের চাইতে বেশী ছিল। এখন পাকিস্তানের চাইতে ৪৫% বেশী আমাদের মাথা পিছু আয়।
রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ এর সভাপতিত্বে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নগুলো প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্যদের মাধ্যমে বাস্তবায়ন হয়। তাই এসব উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নের পূর্বে জনপ্রতিনিধিদেরকে স্থানীয় সকল পেশার লোকদের সাথে আলোচনা ও পরামর্শ করে করতে হবে। কারণ আপনারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। কাজগুলো স্বচ্ছতার মাধ্যমে করা হলে আপনাদের প্রতি জনগণের আস্থা বাড়বে এবং আগামী নির্বাচনে জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
ড. শামসুল আলম বলেন, একজন জনপ্রতিনিধি সমাজকে পরিবর্তন ও সুন্দর করে গড়ে তুলতে পারেন। আপনারা নিজ এলাকায় সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ বন্ধে তৎপর ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাল্য বিয়ে যেন না হয় সচেতনতা সৃষ্টি করবেন। সরকারের উন্নয়নের অর্থগুলো সঠিকভাবে ব্যয় করবেন। যারা সরকারের উন্নয়নের টাকা আত্মসাৎ করবে তাদেরকে আমরা ঘৃণা করব এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
তিনি বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পেশাজীবীদের পরামর্শ নিয়ে চলমান উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বহু বছর সংস্কার হয়নি। সেটি সংস্কার করা হবে। এটির জন্য বরাদ্দও হয়েছে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি সদস্য যথাক্রমে মাসুদুর রহমান মাসুদ, মিজানুর রহমান মিজান, মুক্তামনি প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ড. এমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, আরিফ উল্যাহ সরকার ও আতিকুল ইসলাম সরকার, সাবেক মন্ত্রী মেজর জেনারেল এম শামসুল হক এর পুত্র আনিছুল হক, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি যথাক্রমে রহমতউল্যাহ চৌধুরী ও শরীফ উল্যাহ সরকার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বার ও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/