উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) মাদ্রাসায় নতুন বই বিতরণ

 মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন অতিথিরা।

কচুয়া (চাঁদপুর) : সারা দেশের ন্যায় কচুয়ায় বই উৎসবের দ্বিতীয় দিনে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় বই বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসা’র প্রধান শিক্ষক মাও: আতিকুল্লাহ নূরীর সভাপতিত্বে ও অত্র মাদরাসার সাংগঠনিক সম্পাদক সবুজ বকাউলের সঞ্চালনায় অত্র মাদরাসার সভাপতি ডাঃ মোস্তাফা কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই মাদ্রাসা’র শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বায়তুল আমান জামে মসজিদের সহ-সভাপতি মোঃ শফীকুর রহমান, মোঃ হারুন মিয়াজী, আলী আক্কাস বকাউল, আলী আহমেদ। অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার প্রচার সম্পাদক মোঃ রাছেল, অর্থ সম্পাদক মোঃ ফারুক, সহকারি শিক্ষক মাও. মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- অত্র মাদ্রাসার সহ-অর্থ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অভিভাবক সদস্য, মোঃ শরীফ হোসেন, ইসমাইল হোসেন, শিক্ষক মোঃ তুষার আহমেদ সহ ।

উল্লেখ্য যে, উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় নূরানী ও ইবতেদায়ী মোট ৮০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম