উচ্চস্বরের শব্দ মানুষের স্বাভাবিক ক্ষমতা নষ্ট করে দিতে পারে : ডিসি মোহসীন উদ্দিন

চাঁদপুর : শব্দ দূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিমূলক প্রকল্প এর আওতায় শব্দ দূষণ নিয়ন্ত্রনে পরিবহন মালিক ও শ্রমিকদের জন্যে চাঁদপুরে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজতি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, একটা উচ্চস্বরের শব্দ মানুষের স্বাভাবিক ক্ষমতা নষ্ট করে দিতে পারে। একটা শব্দ মানুষের জীবনহানি করতে পারে। মোবাইল কোর্ট বা পুলিশের মাধ্যমে সাজা, এটা কোন সমাধান নয়। আইনকে মানতে হবে। নিজের চরিত্রকে বদলাতে হবে।

জেলা প্রশাসক বলেন, শব্দ কখন এবং কতটুকু করা যাবে এটা জানা আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। উচ্চস্বরে শব্দ আমাদের সকলের জন্যে ক্ষতিকর। অপ্রয়োজনীয় বা উচ্চস্বরে হর্ণ বাজানো অপরাধ।

তিনি আরো বলেন, উচ্চস্বরে শব্দে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে শ্রবণ শক্তি হারানো৷ পরে আস্তে আস্তে ব্রেইনসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি হতে শুরু করবে। উচ্চস্বরে শব্দ শুনতে শুনতে ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অল্পতে রাগান্বিত হয়ে যায়। এই উচ্চস্বরে শব্দের কারণে নিজেসহ পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা প্রশাসক বরেন, আপনি ভাববেন না আপনার কারণে শুধু অপরের ক্ষতি হচ্ছে। আপনার কারণে আপনার নিজেরও ক্ষতি হচ্ছে। উচ্চস্বরের শব্দ গর্ভবতী নারী এবং শিশুর মারাত্মক ক্ষতি করে থাকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

প্রশিক্ষণে প্রধান আলোচকের বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন।

অনুষ্ঠানে শব্দ দূষণের বিভিন্ন দিক নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মিজানুর রহমান।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম