
চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ঈদ যাত্রায় যাত্রীসেবার মান ঠিক রাখতে হবে। যাত্রীরা যাতে কোন ধরণের হয়রানি ও সমস্যায় না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যত্রতত্র গাড়ি থামিয়ে সড়কে যানজটের সৃষ্টি করা যাবে না।
শনিবার (২২ মার্চ) বিকেলে আন্ত:জেলা বাসস্ট্যান্ড মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা বাস, মিনি বাস মালিক সমিতি ও জেলা পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক সময় যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় অতিরিক্ত ভাড়া ও টিকিট বিড়ম্বনার কথা। এই ধরণের সমস্যা এখন তৈরী করা যাবে না। যাত্রীদের সেবার মান ঠিক রাখতে সর্বোচ্চ নজরদারি রাখতে হবে। এর কারণ হচ্ছে অনেক যাত্রী ঈদ কেন্দ্রিক হয়রানির শিকার হন, যার ফলে সারাবছর তিনি এ বিড়ম্বনার কথা মনে রাখেন এবং বলেন।
ডিসি বলেন, শুধুমাত্র যাত্রী হয়রানি নয়, এ ক্ষেত্রে পরিবহন মালিক পক্ষও চাঁদাবাজের শিকার হন। অনন্তত এবছর চাঁদাবাজির শিকার হবেন না। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিন আপনাদের সার্বিক সহযোগিতা করবে।
আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফুর রহমান, মালিক সমিতির প্রতিনিধি ফেরদৌস আলম বাবু, মালিক সমিতির সাবেক সভাপতি হারুনুর রশিদ জাকির, শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি বাবুল মিজি প্রমূখ।
সভাপতিত্ব করেন বাস, মিনি বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ গাজী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. শোয়েবুর রহমান।
সভাশেষে মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফম/এস.পলাশ/এমএমএ/