ঈদ মোবারক (কবিতা)

।।এস ডি সুব্রত।।
চারদিকে বয়ে যাক আজি খুশির সমীরণ
রাগে অণুরাগে ভাগ করি আনন্দ আয়োজন
জীবনের ভুলভ্রান্তি আর  গ্লানি আছে যত
হিংসা বিদ্বেষ সকল ভুলে হই বিনয়াবনত
স্বজন প্রতিবেশী আছে যারা পাশাপাশি
আনন্দ ভাগ করে  একে অন্যকে ভালবাসি ,
দুঃখী যারা  আছে আমাদের চারপাশে
কাছে টেনে নেই আজি প্রগাঢ় ভালোবেসে
খুশির দিনটা একার নয় সকলের হউক
এসো সবাই একসাথে বলি ঈদ মোবারক ।
লেখক : কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।

ফোকাস মোহনা.কম