চাঁদপুর : চাঁদপুর নৌ সীমানায় টহলসহ ঈদে ঘুরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লঞ্চঘাটে কাজ করছে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ও লঞ্চঘাটে তাদের এই টহল কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূল ও বিভিন্ন চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে কাজ করে আসছে কোস্টগার্ড। এই বিষয়ে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লেফটেন্যান্ট মো. ফজলুল হক বলেন, ঈদ উপলক্ষে কোস্টগার্ডের সবগুলোর জোনের আওতায় গুরুত্বপূর্ণ লঞ্চ, ফেরি ও খেয়াঘাটে টহল জোরদার করেছে। একই সাথে জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও সন্দেহজনক ব্যাক্তিকে তল্লাশি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের এই টহল ২৪ঘন্টা চালু আছে। ঈদুল ফিতরের পূর্বে এবং পরে যাত্রীদের নিরাপত্তায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদ্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/