
চাঁদপুর: ঢাকা ইর্ষ্টান ইউনিভার্সিটি এলোমনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন ইউনিভার্সিটির ৬ষ্ঠ ব্যাচের ছাত্র ও চাঁদপুর জেলা জজ আদালতের এ.পি.পি অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।
মঙ্গলবার (২১ মার্চ) ল’ এলামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাডঃ মাকসুদুল হাসান সবুজ ও সদস্য সচিব অ্যাডঃ এইচ এম মাসুম স্বাক্ষরিত ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
নবাগত কমিটির সভাপতি হলেন ইউনিভার্সিটির ১ম ব্যাচের ছাত্র অ্যাডঃ রবিউল আলম রবিন ও সাধারণ সম্পাদক ৩য় ব্যাচের ছাত্র অ্যাডঃ মোঃ আবুল কাশেম।
উল্লেখ অ্যাডঃ বদরুল আলম চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির ল’ইলার এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে রয়েছেন।
নবাগত কমিটির কোষাদক্ষ্য মনোনীত হওয়ার পর গতকাল তাকে সুপ্রীম কোর্ট, ঢাকা জজ কোট সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা অভিনন্দন জানান। অ্যাডঃ বদরুল আলম চৌধুরী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ফম/এমএমএ/