ইয়াবাসহ আটক খোকন দুই দিনের রিমান্ড শেষে চাঁদপুর কারাগারে

চাঁদপুর : চাঁদপুরে ৩ হাজার ৯শ’পিছ ইয়াবাসহ আটক খোকন (২০)কে দুই দিনের রিমান্ড শেষে শনিবার (২০ নভেম্বর) বিকেলে চাঁদপুর কারাগারে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রিমান্ড শেষে তার কাছ থেকে পুলিশ প্রচুর গুরুত্বপূর্ন গোপন তথ্য পেয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো: আনোয়ার হোসেন জানিয়েছেন।

এ বিষয়ে গত মঙ্গলবার (১৬নভেম্বর) চাঁদপুর রেলওয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করার পর আদালত আসামীকে গত বৃহস্পতিবার ২দিনের রিমান্ড মঞ্জুর করে। সে রিমান্ড আজ শনিবার শেষ হলে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে চাঁদপুরের আদালত।

চাঁদপুর রেলওয়ে থানার এএসআই মো: আনোয়ার হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গত (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ দুপুরে শহরের বড় স্টেশন এলাকা থেকে ৩হাজার ৯শ’ পিছ ইয়াবা টেবলেটসহ খোকন নামক এক যুবককে আটক করে। আটক খোকন চট্রগ্রামের সাতকানিয়া খঘুরিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। পরে তার বিরুদ্বে চাঁদপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আটক আসামী খোকনের বিরুদ্বে গত (১৬ নভেম্বর) ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ২দিনের রিমান্ড মঞ্জুর করে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম