চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের পশ্চিম ভিঙ্গুলিয়া বাইতুল মা’মুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে পূর্ব বাখরপুর মসজিদ সংলগ্ন খান বাড়ি মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির লক্ষ্যে মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
মসজিদ প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব ক্বারী আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মোহাসিন খানের সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন পর্যায়ের ইসলামী চিন্তাবিদগণ আলোচনা পেশ করেন।
বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ঐক্যের বিষয় মাহফিলে বক্তারা বলেন, ইসলাম মানুষের শান্তি, সুখ এবং কল্যাণের জন্য একটি সুদৃঢ় ভিত্তি প্রদান করে। আল্লাহ তায়ালা পবিত্র কুরানে বলেছেন, তোমরা পরস্পর শান্তির পথে এগিয়ে যাও এবং সৎকর্মে একে অপরকে সাহায্য করো। ইসলামে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। ইসলামী সমাজে আইনের শাসন, অপরাধ দমন এবং সব মানুষের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা হয়। এর মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে শাসিত করে। পরিবার হলো শান্তি প্রতিষ্ঠার প্রথম ক্ষেত্র। পরিবারে সুশৃঙ্খলতা ও সমঝোতা নিশ্চিত করলে সমাজে স্থিতিশীলতা আসবে।
বক্তারা আরো বলেন, গরীবদের সহায়তা করা এবং প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাজে শান্তি ও সমৃদ্ধি আনে। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতি সঠিক দিকনির্দেশনা রয়েছে, যা মানুষকে স্বচ্ছভাবে ব্যবসা করার এবং অন্যদের প্রতি ন্যায়সঙ্গত হওয়ার নির্দেশ দেয়। মুদ্রার লোভ, ঋণের অযথা চাপ বা বৈষম্য এড়িয়ে চলার আহ্বান করা হয়।
আখেরাতের কল্যাণ বা পরকালের শান্তি মুসলিম জীবনের কেন্দ্রবিন্দু। ইসলাম বিশ্বাস করে যে, আমাদের কাজের ফলাফল পরকালে প্রদান করা হবে।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক আলোচক মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথির আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এটিএন বাংলা ও এন টিভির ইসলামী আলোচক, মাওলানা হাফেজ মো. জসিম উদ্দিন চাঁদপুরী, গাজীপুর হরিপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, ফরিদগঞ্জ ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. রফিকুল ইসলাম খান, মুন্সিগঞ্জ দারুস সালাম সালেহীয়া মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা মো. ইসমাইল খান, পশ্চিম ভিঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
আরো উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক খান ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
ফম/এমএমএ/