চাঁদপুর: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর শাখার উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০মার্চ ) বিকেলে চাঁদপুর শাখার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান মেহমানের বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো: মনিরুল ইসলাম। এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর শাখা প্রধান মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মোশাররফ হোসেন এর পরিচালনায় বিশেষ মেহমান স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জোন সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফ মোহাম্মদ আব্দুল্লাহ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইউনিট অফিসার আব্দুল আজিজ।
উপস্থিত ছিলেন চাঁদপুর শাখার সহকারী ম্যানেজার মো: মাসুম বিল্লাহ, আল আমিন একাডেমী গুনরাজদী ক্যাম্পাসের ইনচার্জ নাছির উদ্দিন, মিশন রোড শাহী মসজিদের খতিব , আলীরাজা মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম মাসুম, মাও: আসাদুজ্জামান দেওয়ান।
ফম/এমএমএ/