মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সরকার মুকুল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে জঙ্গল ইসলামাবাদ চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সভায় শত শত মানুষ ও নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। নৌকা প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন সরকার মুকুল তার বক্তব্যে তাকে নৌকা প্রতীক দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জালাল উদ্দিন ভুইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আল-আমিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মানিক দর্জি, অধ্যক্ষ এমএ মালেক, মোয়াজ্জেম হোসেন সরকার, বেনু পাটোয়ারী, ইসমাইল খন্দকার, সাবেক ইউপি সদস্য ঝাড়ুন মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার খলিল মিয়াজী, সমাজসেবক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, চাঁন মিয়া মাস্টার, মনির শেখ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, জরিফ হোসেন, সাবেক ইউপি সদস্য আলমগীর পাটোয়ারী, সমাজসেবক ফজলুল হক ভুঁইয়া, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হোসেন সরকার, সুজাতপুর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক সমীর ঘোষ, মালু পাটোয়ারী, ওছমান গনি সরকার, মামুনুর রশীদ ভুঁইয়া, আরিফুল ইসলাম জুয়েল, রিয়াদ পাটোয়ারী প্রমুখ।
উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, সহ-সভাপতি শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফয়েজ খন্দকার সহ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/