মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইসলামাবাদ ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন সরকার মুকুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (১ নভেম্বর) বিকালে তিনি উপজেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ নৌকা প্রতীক দেওয়ায়। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের প্রতি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে নৌকা প্রতীকে মনোনীত করেছেন, আমি ইসলামাবাদ ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার মাধ্যমে সেই সম্মান রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
ফম/এমএমএ/