ইলিশ সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

চাঁদপুর: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে রাজরাজেশ্বর এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাজরাজেশ্বর গ্রামে চাঁদপুর অঞ্চলের নৌপুলিশের উদ্যোগে জেলে সম্প্রদায়, ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার মূল লক্ষ্য ছিল মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা এবং আইন বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

তিনি তার বক্তব্যে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, “মা ইলিশ বাংলাদেশের অন্যতম ভৌগোলিক পণ্য এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। এই মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে চাঁদপুর অঞ্চলে নৌ থানা ও ফাঁড়িগুলো গুরুত্বপূর্ণ প্রজনন এলাকাগুলোতে আইনি ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।”

সকল জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এই কর্মসূচী সফল করার জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান পুলিশ সুপার।

সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম