ইলিশ রক্ষায় ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার অনুরোধ

চাঁদপুর: ইলিশের পোনা জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন বছর জুড়েই নিষিদ্ধ। এই বিধান না মানলে লঙ্ঘনকারীর বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নিতে পারবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ব্যাক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
তার স্ট্যাস্টাস পাঠকের জন্য তুলে ধরা হল: “ আর কত করা যায়??
মৎস্য জীবী ভাইয়েরা কি বুঝবেননা, আপনাদের পিছনে দৌড়াতে আমাদেরও খারাপ লাগে, এক একদিন অভিযানে বের হলে বাজারে বাজারে ঘুরলে আপনাদের এ কর্মগুলো প্রতিবারই চোখে পড়ে।

আর সমাজের সুধীজন, বা সাধারণজন-জাটকা ক্রেতা যারা আছেন, তাদেরকেও বলি, আপনারা কেনেন বলেই আমার জেলে ভাইরা আমাদের সাথে চোর পুলিশ খেলে জাটকা বেঁচেন, আমরা নিরুপায় হয়ে তাদের আটক করি। জাটকা ক্রেতাগনদের বলছি, আপনারাও সমান অপরাধী। আপনাদের জাটকা কেনা অবস্থায় পেলে আপনাদেরকেও সমান অপরাধে দোষী সাব্যস্ত করা হবে। হেরোইন, ফেনসিডিল খোরের মতো আপনাদেরকেও জাটকাখোর বলা হবে।

জাতীয় সম্পদকে রক্ষা করার জন্যই দেশের এই আইনকে আমাদের মেনে চলতে হবে। তা না হলে একদিন ওয়ালমেটের জমিনে ইলিশ ছবি হয়ে দেয়ালের বা সোকেসে প্রদর্শিত হবে।

আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা জুন পর্যন্ত জাটকা ধরবেন না, বিক্রি করবেন না, কিনবেন না বা খাবেন না।
পরিশেষে, জাতীয় মাছ ইলিশ রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। জব্দ করা হয় এবং মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।”
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম