ইলিশ উৎপাদনে বিশ্বের ১১ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম: সমাজকল্যাণ মন্ত্রী

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

চাঁদপুর : চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

এরপর অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। ফোনে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরে দেশের মৎস্য উৎপাদন দ্বিগুন হয়েছে। মৎস্য উৎপাদনে বিশে^র মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ইলিশ পরিভ্রমনশীল মাছ। এদের অবস্থান সাগরে। প্রজনন সময়ে মিঠা পানিতে আসে। ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের এগিয়ে আসতে হবে এবং নিজের জন্যই তাদেরকেই ইলিশ বাঁচিয়ে রাখতে হবে। এ অঞ্চলে যাতে অন্য জেলেরা এসে জাটকা ধরতে না পারে সে বিষয়ে তাদেরকে ভূমিকা রাখতে হবে। একই সাথে নিষিদ্ধ কারেন্টজাল ব্যবহার বন্ধ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিএ মো. মামুনু রশিদ এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন মৎস্য চাষি মো. মাইনুদ্দিন, বাংলাদেশ মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. তছলিম বেপারী, চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মালেক দেওয়ান, মৎস্যজীবী মো. ইউসুফ মিজি প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, গীতা পাঠ করেন অরুপ কুমার দেবনাথ।

অনুষ্ঠানে মৎস্য ক্ষাতে বিশেষ অবদান রাখায় জেলার ৪জন মৎস্য খামারিকে পুরস্কার প্রদান ও নতুন করে নিবন্ধিত জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ প্রকল্প) এস.এম মুশফিকুর রহমানসহ মৎস্য চাষী, হ্যাচারী মালিক ও মৎস্যজীবী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম