চাঁদপুর: ইলিশ সরবরাহ বৃদ্ধি পেয়েছে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে। তবে দাম এখনো মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে। সাধ্যের মধ্যে না থাকায় খালি হাতেই ফিরে যাচ্ছেন ইলিশ কিনতে আসা অনেক ক্রেতা। স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশের আমদানি তুলনামূলক অনেক কম। তবে এবারের রূপালী ইলিশের সাইজ গত বছরের তুলনায় একটু বড়।
ব্যবসায়ীরা বলছেন, জোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় নিয়ন্ত্রণহীন ইলিশের দাম। আগামীতে সরবরাহ আরও বৃদ্ধি পেলে নাগালের মধ্যে আসবে ইলিশ।
বড় স্টেশন মাছ ঘাট ঘুরে দেখা যায়, ভোর হতে দেশের দক্ষিণাঞ্চল থেকে ইলিশ নিয়ে আসা ট্রলার ও পিকআপভ্যানগুলো পৌঁছতে থাকে ঘাটে। এসব পরিবহন থেকে ইলিশ নিয়ে স্তূপ করা হয় আড়তে। জেলে আর আড়তদারদের হাঁকডাকে কর্মচঞ্চল হয়ে উঠে মাছ ঘাট এলাকা।
ইলিশ ব্যবসায়ীরা জানান, গেল মাসে যেখানে ৫০০ থেকে ৭০০ মণ ইলিশ সরবরাহ হতো, সেখানে বর্তমানে সরবরাহ হচ্ছে ১ হাজার থেকে দেড় হাজার মন ইলিশ।
তবে সরবরাহ বৃদ্ধি পেলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নিয়ন্ত্রণের বাইরে। এতে ইলিশ কিনতে না পেরে অনেক ক্রেতাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শূন্য হাতে।
ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে আসা আব্দুস সামাদ বলেন, আমরা পাঁচ বন্ধু মিলে চাঁদপুরে ঘুরতে এসেছি। উদ্দেশ্য তাজা ইলিশ খাওয়ার পাশাপাশি বাসায় নিয়ে যাওয়া। কিন্তু এসে দেখি দাম অনেক বেশি।
‘১ কেজি সাইজের ইলিশের দাম চাচ্ছে ১৩শ’ টাকা। বন্ধুরা মিলে একটা কিনেছি এখন খাওয়ার জন্য। তবে এত বেশি দামে মাছ কিনে বাসায় নেওয়া সম্ভব না।’
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা আরেক ক্রেতা জাহিদা হোসেন বলেন, এখন ইলিশের মৌসুম। এই সময়ে এত দাম! শখ থাকলেও সাধ্য না থাকায় ইলিশ না কিনেই ফিরে যাচ্ছি। সামনে দাম কমলে কিনব।
মৎস্য ব্যবসায়ী বিপ্লব খান বলেন, বড় সাইজের চেয়ে ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি। ঘাটে আসা অধিকাংশ ইলিশই আসছে হাতিয়া, পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলের জেলাগুলো থেকে। তবে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশের চাহিদা সব থেকে বেশি থাকলেও সরবরাহ অনেক কম। তাই উপকূলীয় অঞ্চলের ইলিশের দাম কিছুটা কমলেও বেড়েছে স্থানীয় নদীর ইলিশের দাম।
ইলিশ ব্যবসায়ী সম্রাট ব্যাপারী বলেন, বর্তমানে ঘাটে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১শ’ টাকা দরে এবং ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা দরে। যা গেল মাসের তুলনায় কমেছে ১শ’ থেকে ২শ’ টাকা। স্থানীয় পদ্মা-মেঘনা নদীর এক কেজি থেকে ১২শ’ গ্রাম ওজনের ইলিশ ২শ’ থেকে ৩শ’ টাকা বৃদ্ধি পেয়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪শ’ থেকে ১৫শ’ টাকা দরে।
চাঁদপুর জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, বর্তমানে এই বাজারে গড়ে ৪ থেকে ৫ কোটি টাকার ইলিশ বিক্রি হচ্ছে প্রতিদিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার খরচ বেড়েছে জেলেদের, তাই দামও একটু বেশি। সামনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।
ঘাটে আসা এসব ইলিশ স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি উত্তরবঙ্গসহ রাজধানী ঢাকা, জামালপুর, দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় বলে জানান তিনি।
ফম/এমএমএ/