চাঁদপুর: চাঁদপুরে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম চলাকালীন সময়ে জাটকাসহ সব ধরণের মাছ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে (বিজিএফ) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মেঘনা নদীর পূর্ব পাড়ে পরিষদ এলাকায় ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের ৫১৪ জন জেলের মাঝে ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব সালামত উল্যাহ খান শাহীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজ দিদার, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সেলিম বেপারী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সফিক আখন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নয়ন মোল্লা।
ইউপি সচিব সালামত উল্যাহ খান শাহীন জানান, ইব্রাহীমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিবন্ধিত জেলে সংখ্যা ২ হাজার ২শ’ ১৪জন। এর মধ্যে চলতি জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় (বিজিএফ) খাদ্য সহায়তা হিসেবে চাল বরাদ্দ এসেছে ২ হাজার ১শ’ ২জনের। বরাদ্দকৃত চাল প্রত্যেক জেলেকে ফেব্রুয়ারি থেকে মে ৪ মাস দেয়া হবে। আজকে আমরা ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৮০ কেজি করে বিতরণ সম্পন্ন করেছি।
তিনি আরো জানান, গত ৩দিন আগ থেকে মেঘনার পশ্চিম পাড়ে ৬টি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী কাশেম খান ইউপি সদস্যদের সাথে নিয়ে জেলেদের মাঝে চাল বিতরণ করছেন। মেঘনা সংযুক্ত খালে পানি না থাকায় ট্রলারে চাল রেখেই জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে। পশ্চিম পাড়ের ৬টি ওয়ার্ডে জেলে সংখ্যা হচ্ছে ১হাজার ৫শ’ ৮৮জন।
ফম/এমএমএ/