ইথিওপিয়ায় মুসলিম বিরোধী হামলার পর গণ গ্রেফতার

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় গোন্দার নগরীতে মুসলমানদের ওপর ভয়াবহ হামলার পর কয়েকশ’ লোককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আঞ্চলিক কর্তকর্তা একথা জানান।-খবর এএফপি’র।

স্থানীয় একটি ইসলামিক গ্রুপ জানায়, এক মুসলিম বয়োজ্যেষ্ঠের দাফন অনুষ্ঠানে শোকার্ত মানুষের ওপর ‘চরমপন্থী খ্রিস্টানদের’ মঙ্গলবারের ভয়াবহ হামলায় ২০ জনেরও বেশি নিহত হন। এ সময় হামলাকারীরা মুসলিম বাসিন্দাদের সম্পদ ধ্বংস করে।

সরকারি আমহারা মিডিয়া কর্পোরেশন পরিবেশিত বিবৃতির বরাত দিয়ে বলা হয়, আমহারা অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ব্যুরোর প্রধান দেসালেন তাসিউ জানান, গোন্দারে হামলায় জড়িত থাকার অভিযোগে ৩৭৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সকল সন্দেহভাজন গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো বলেন, এ ঘটনা ঘটার ক্ষেত্রে ‘আমরা আইনত নিরাপত্তা বাহিনীর সদস্য ও নেতাদের দায়ী করছি। এক্ষেত্রে তারা তাদের দায়িত্বশীলতার দিক থেকে এ দায় এড়াতে পারেন না। মুসলিম ও অর্থোডক্স খ্রিস্টানের মধ্যে চলমান বিরোধকে করে এ সংঘর্ষ ঘটে।

ফম/এমএমএ/

আন্তজার্তিক ডেস্ক | ফোকাস মোহনা.কম