
চাঁদপুর: ১৯৭৫ সনে আওয়ামী সরকার বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে আলোচনা সভা ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপিত ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা কামনায় দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামানের পনিচালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদল সহ-সাংগঠিনক হিরণ মাঝি, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাইয়ুম খানসহ আরো অনেকে।
আলোচনা সভার পূর্বে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপিত ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা কামনায় দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলেন সভাপতি মাও. মো. জসিম উদ্দিন পাটওয়ারী।
ফম/এমএমএ/