ইউরোপীয় নেতাদের ওপর ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট!

বিবিসির প্রতিবেদন

ছবি: সংগ্রহীত।

সামরিক পোশাক পরে নিজ কার্যালয় থেকে দেয়া বক্তব্যে রাশিয়ার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় ইউরোপীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো ট্যাংকের সারি আর এতো বিমান হামলা দেখেনি ইউরোপ। অনেকেই বলেছিলেন এমনটা কখনো হবে না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ বছর পর ২০২২ সালে সেই ভয়াবহতা আবার ফিরে এসেছে।

তার অভিযোগ, ‘ইউক্রেনে কী ঘটছে সবাই সেটা দেখছে। তবে রাশিয়ার সেনা অভিযান ঠেকাতে ইউরোপীয় নেতারা কী করছে, তা মোটেও দৃশ্যমান নয়।’ ইউক্রেনকে বাঁচাতে যারা এতো আলসেমি করছে, তারা আক্রান্ত হলে নিজেদের বাঁচাতে পারবে তো? সেই প্রশ্নটাও তুলেছেন জেলনস্কি।

বৃহস্পতিবার ইউক্রেনে সরাসরি সেনা অভিযান শুরু করে মস্কো। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের নানা দেশ থেকে রাশিয়ার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা দেয়া হলেও ন্যাটো জোটসহ মার্কিন মিত্ররা জানিয়েছে, তারা কেউ সরাসরি ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে না।

সূত্র: বিবিসি

ফম/এমএমএ/

আন্তর্জাতিক ডেস্ক | ফোকাস মোহনা.কম