আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন

--- পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ পৌরসভাধীন ১২টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

বুধবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০.৩০ টায় পৌর সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় পৌরসভার পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদানের চেক ও পূজা মন্ডপস্থলের জন্য শুভেচ্ছা ব্যানার প্রদান করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

এ সময় সভাপতির বক্তব্যে পৌর মেয়র বলেন, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে।

কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেওয়া হবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর ও সজাগ আছেন।

বিগত বছরের মতো এবারো হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠান নিজ নিজ জায়গা থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ ও উৎসবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোউৎসব পালনে পৌরসভার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

হাজীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন,  পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধা কান্ত রাজু।

এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণা মনা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ পৌর যুগ্ন-সাধারন সম্পাদক রাজন সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার প্রমুখ ।

পূজামন্ডপ কমিটির পক্ষ থেকে থেকে বক্তব্য রাখেন, সার্বজনীন দুর্গা মন্দির ও পূজামন্ডপ জমিদার বাড়ির সাধারণ সম্পাদক লিটন পাল, রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার ত্রিনয়নি সংঘের গোপাল  চন্দ্র সাহা,  নবদুর্গার সভাপতি সঞ্জয় কর্মকার, ত্রিশূল সংঘের সভাপতি রবি চৌধুরী, বলাখাল চৌধুরী বাড়ি পূজা মন্ডপের সুখেন্দ্র রায় চৌধুরী সুন্টি প্রমুখ।

এ সময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভাধীন ১২টি পূজামন্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম