আসছে নতুন ধারাবাহিক পাল্টা ‘হাওয়া’

গত ৩১ অক্টোবর থেকে মানস পালের রচনায় ‘পাল্টা হাওয়া’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন নাহিদ নিয়াজি রিপন।

বর্তমানে পূবাইলে এই নাটকের শুটিং হচ্ছে বলে জানান নির্মাতা। ধারাবাহিকটিতে অভিনয় করছেন মীর সাব্বির, ঊর্মিলা শ্রাবন্তী কর, শাহনাজ খুশি, মনিরা মিঠু, মুকিত জাকারিয়াসহ একঝাঁক তারকা।

নির্মাতা বলেন, ‘ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। অনেক দিন পর ধারাবাহিক নাটক নির্মাণ করছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এ ধারাবাহিকে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবেন।’

অভিনেত্রী ঊর্মিলা বলেন, ‘আমি সাধারণত গল্প-চরিত্র পছন্দ না হলে সেই কাজটি করি না। যার কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম। তবে এ ধারাবাহিকের গল্পে ভিন্নতা আছে। তাই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি।’

নাটকটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম