আশিকের চোখে ঈদের আনন্দ এমনই !

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: শিশু-কিশোরদের ঈদের আনন্দটা বড় তুলনায় একটু ভিন্ন রকম। ঈদ আসার অনেক আগ থেকেই তারা দিন গুনতে থাকেন। কবে আসবে ঈদ উৎসব। কারণ ঈদ আসলেই সালামি পাবে, নতুন পোষাক পড়বে, আনন্দ উৎসবে মেতে উঠবে। শিশু কিশোরদের ঈদ আনন্দটা বেশি উপভোগ করে পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের চাহিদা মিটিয়ে তারপর নিজের জন্য ক্রয় করেন ঈদ পোষাক। আবার অনেক পিতা-মাতা নিজেরা না নিলেও সন্তানদের জন্য নতুন পোষাক ক্রয় করতে কৃপনতা করেন না। এটিই হচ্ছে আমাদের সমাজের স্বাভাবিক চিত্র।

ঈদের পরের দিন অর্থাৎ বুধবার (৪ এপ্রিল) সব মানুষ যখন পরিবারে সদস্যদের নিয়ে ঘুরাঘুরি করার জন্য চাঁদপুর শহরের বড় স্টেশন তিন নদীর মোহনায় ঘুরতে এসেছেন। তখন মোলহেডের উত্তর পাশে দেখা মিলে আশিক নামে কিশোরের। বয়স আনুমানিক ১৩-১৪ হবে। সে ঘুরতে আসেনি। ঘুরতে আসা লোকজনের কাছে ৫টাকায় গ্লাস লেবু শরবত বিক্রি করছেন। কিছু সময় দাঁড়িয়ে দেখাগেল সে শরবত বিক্রি করার চাইতে এদিক সেদিক তাকিয়ে শুধুমাত্র অন্য শিশু কিশোর আনন্দ উল্লাস দেখছেন। পিতা-মাতার হাত ধরে যখন অন্য শিশুর আনন্দ করছে, তখন আশিক জীবন জীবীকার তাগিদে লেবু শরব বিক্রি করছেন।

আশিকের এমন অবস্থা দেখে খুবই মায়া লেগেছে। এই দৃশ্য প্রতিবেদকসহ আরো বেশ কয়েকজন লোক তাকিয়ে দেখেছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম