আশিকাটি  ইউনিয়নে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি

চাঁদপুর:  পবিত্র মাহে   রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯  এপ্রিল)  চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ১ হাজার ১ শত  ১ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বিল্লাল হোসেন পাটওয়ারী।
৫৬০ টাকার বিনিময়ে টিসিবি পণ্য বিতরণের দ্বিতীয় ধাপের এই নিত্যপণ্যের মধ্যে সয়াবিন ছিল  তৈল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি ও ছনা বুট ২ কেজি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সামছুল ইসলাম,   কামাল পাটওয়ারী, দুলাল মাল,আলপু খান মহসিন মৃধা, রাশিদ ও আয়শা আক্তার প্রমুখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম