
চাঁদপুর: দুই পুরুষের শত বছর পুরনো সম্পত্তিগত রোধের দ্বন্দ্বে আশিকাটি ইউনিয়নের খান বাড়িতে প্রায় পঞ্চাশটি পরিবারকে সর্বস্বান্ত করেছে বলে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সম্পত্তি জবর দখল করে নিয়ে উল্টো অসহায় পরিবারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রাস্তার জায়গায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিবাদ করলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঐ প্রভাবশালী পরিবারটি সম্প্রতি তাদের নিজ বাড়ির চারজনকে গুরুতর আহত করেন আহতরা হলেন,
২ নং আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের খান বাড়ির আছলাম খানের পুত্র জাহাঙ্গীর খান, দেলোয়ার হোসেনের পুত্র সবুজ খান ও তার স্ত্রী মনোয়ারা বেগম, হাসান খানের স্ত্রী আয়শা বেগম।
ভুক্তভোগীরা জানায়, খান বাড়ীর মৃত আদম খানের পুত্র মোস্তফা খান গংদের সাথে দীর্ঘদিন যাবত একই বাড়ীর মৃত মান্নান খানের পুত্র আইয়ুব খান,সোহাগ খান ও কন্যা হেনা আক্তারের সাথে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । কবরের জায়গা দখল করে নিয়ে কবর দিতে বাধা দিয়েছে। এছাড়া জাহাঙ্গীর খানদের চলাচলের পথ বন্ধ করে নিজেরাই দখল করে নেয়,এমনকি বিরোধ কৃত ভুমিতে মহিলা আওয়ামী লীগের নেত্রী হেনা ও তার ভাই সহ বুধবার দুপুরে দলবল নিয়ে জোর পূর্বক ঘর নির্মান করতে গেলে জাহাঙ্গীর খানরা বাধা সৃষ্টি করে।
এনিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়,এক পর্যায়ে মান্নান খানের পুত্র আইয়ুব খান,সোহাগ ও হেনা সাথে মারামারি হয়। ঘটনাটি ঘড়াটি করতে বেগম তার বড় মেয়েকে মারধর করার মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়িয়ে বাড়ির মানুষদের হয়রানি করছে। কিন্তু ঘটনার দিন ও সময় হেনা বেগমের অন্তঃসত্ত্বা বড় মেয়ে ঘটনাস্থলে ছিল না সেই ভিডিও ফুটেজ রয়েছে বলে জানায় প্রত্যক্ষদোষীরা।
এলাকাবাসীরা জানায়, হেনা আক্তার সরকারি দলের নাম ভাঙ্গীয়ে ও টাকার প্রভাব খাটিয়ে এলাকার অসহায় লোকদের প্রতিনিয়ত মামলার ভয় দেখিয়ে হয়রানি করে আসছে। শত বছরের পুরনো দখলকৃত জায়গা সমাধানের লক্ষ্যে বেশ কয়েকবার সালিশি বৈঠক হয়। কিন্তু তারা সালিশিদের উপস্থিতে মারধোর করে উল্টো তাদের নামে মিথ্যা অপপ্রচার করে আসছে।
ফম/এমএমএ/