চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ গাজীর হাতপাখা প্রতীকের নির্বাচনী পথসভায় সংগঠনের জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন বলেন, দুর্নীতি, কালোবাজারী, ক্ষমতার অপব্যবহারকারীদের বৈষম্যের ফলে দেশের সর্বত্রই চলছে হাহাকার। মন্ত্রী, এমপি, আমলারা নিজেদের উদর পূর্তি করতে দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। জনগণের প্রতি তাদের এখন কোন দায়বদ্ধতাই যেনো নেই।
খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিচার সব খাতেই সীমাহীন দুর্নীতি বিরাজমান। মানুষ তাদের প্রয়োজনীয় নাগরিক, মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
দেশের মানুষ এখন শান্তি চায়, পূর্ণাঙ্গ নাগরিক ও মৌলিক অধিকার চায়। মানুষ চায় দুর্নীতি, দুঃশাসনমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে। উন্নয়নের ফুলঝুড়ি নয়, প্রকৃত উন্নয়নের জন্য নেতৃত্বের পরিবর্তন চায়। স্বাধীন দেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চায়।
দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জনবিচ্ছিন্ন নেতারা ভোটের আগে নোটের বাহার দেখিয়ে নির্বাচিত হয়ে ভুলে যায় জনগণকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সকল অধিকার রক্ষায় বদ্ধপরিকর। হাতপাখা প্রতীকের প্রার্থী নোটে নয়, জনগণের ভোটে জনগণের সেবক হতে চায়।
তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবী তুলে বলেন, আমরা দেখছি সরকারের আজ্ঞাবহ কমিশন নির্বাচনের নামে সরকার দলীয় মন্ত্রী, এমপি ও প্রার্থীদের লেজুরবৃত্তি করেই চলছে। আপনারা সরকারে লেজুরবৃত্তি ছেড়ে জনগণের অধিকার সচেতন হোন। জনগণের ভোটের অধিকার নিয়ে তামাশা বন্ধ করে ভোট কেন্দ্রে নিরাপদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেয়া হবে।
গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি গাজী মুহাম্মাদ হানিফ, জেলা অর্থ সম্পাদক ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতাকারী হাতপাখার প্রার্থী মামুনুর রশিদ বেলাল, জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জামিল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসাইন, সদর উপজেলার হাতপাখার নির্বাচন সমন্বয়ক আবুল হাসানাত, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আরিফ বিল্লাহসহ ইউনিয়নে দায়িত্বশীলগণ।
ফম/এমএমএ/