আশিকাটিতে জমি সংক্রান্ত বিরোধে আহত ৪

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের খান বাড়িতে জমি সংক্রান্ত বিরোধে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই বাড়ীর মান্নান খানের পুত্র আইয়ুব খান,সোহাগ ও হেনা আক্তার সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে ওই বাড়ীতে এই ঘটনা ঘাটে। আহতরা হলেন- আছলাম খানের পুত্র জাহাঙ্গীর খান, দেলোয়ার হোসেনের স্ত্রী মনোহারা,পুত্র সবুজ খান ও  হাসান খানের স্ত্রী আয়শা বেগম।
জানাযায় ,খান বাড়ীর মৃত আদম খানের পুত্র মোস্তফা খান গংদের সাথে দীর্ঘদিন যাবত একই বাড়ীর মৃত মান্নান খানের পুত্র আইয়ুব খান,সোহাগ খান ও কন্যা হেনা আক্তারের সাথে ভুমি  সংক্রান্ত বিরোধ চলে আসছে তারা জাহাঙ্গীর খানদের চলাচলের পথ বন্ধ করে নিজেরাই দখল করে নেয়,এমন কি বিরোধ কৃত ভুমিতে হেনা গংরা বুধবার (১৯ জুলাই) দুপুরে দলবল নিয়ে জোর পূর্বক ঘর নির্মান করতে গেলে জাহাঙ্গীর খানরা বাধা সৃষ্টি করে।
এনিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়,এক পর্যায়ে হেনা আক্তার তার ভাই ও আরো বেশ কিছু সন্ত্রাসীদের নিয়ে জাহাঙ্গীর খানদের মারধোর করে।
এলাকাবাসীদের কাছ থেকে জানাযায়,  হেনা আক্তার সরকারি দলের নাম ভাঙ্গীয়ে ও টাকার প্রভাব খাটিয়ে এলাকার অসহায় লোকদের প্রতিনিয়ত মামলার ভয় দেখিয়ে হয়রানি করে আসছে। এমনকি তাদেরকে মারধোর করে উল্টো তাদের নামে মিথ্যা অপপ্রচার করে আসছে। বিষয়টি নিয়ে জাহাঙ্গীর খানের পরিবার সুষ্ঠু বিচারের দাবিতে সঠিক তদন্ত সাপেক্ষে সু-বিচার কামনা করছেন।
এই বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্তদের খোঁজ করা হয়। তাদেরকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম