আশিকাটিতে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

চাঁদপুর: ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে  ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৭ম বারের মতো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
খেলা উপভোগ করতে দুর দুরান্ত থেকে ফুটবল প্রেমি দর্শকবৃন্দ উপস্থিত হয়। এসময় দর্শকের মধ্য ছিল উত্তেজনাপূর্ন আমেজ। খেলায় প্রথমে গোল করে বাবুরহাট দি বয়েস স্পোর্টিং ক্লাব কে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়। এরপর খেলার গতি আরো বেড়ে গেলেও কোন দলই গোলের দেখা না পেলে ১-০ গোলে বাবুরহাট দি বয়েস স্পোর্টিং ক্লাব বিজয় নিশ্চিত করে। রেফারি জুয়েল মিজি দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করেন। দর্শক সুষ্ট ও সুন্দর পরিবেশে খেলাটি উপভোগ করে এবং বাবুরহাট দি বয়েস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও চাঁদখার বাজার গাজী স্পোর্টিং ক্লাব রানারআপ হয়ে তাদের পুরষ্কার হিসেবে ক্রমান্বয়ে এলইডি টিভি গ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ আলী আহম্মদ স্বপনের সভাপতিত্বে ও বাবুরহাট সোনালী সুদিন সংগঠনের কর্নধার মোঃ হানিফ এর ধারাভাষ্যে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সেলিম মাল, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন, সমাজসেবক মিজানুর রহমান মিজি, সেনা কর্মকর্তা মমিনুল হক মিজি, সমাজসেবক লেয়াকত পাটওয়ারী ও কাদির খান। খেলা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ সহ দুর দুরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চাচা স্পোর্টিং ক্লাবের এই টুর্নামেন্টটি ৭ম বারের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবছরের টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণে গত ১৫ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ৩ ডিসেম্বর শুক্রবার। চাচা স্পোর্টিং ক্লাবের আহবায়ক মোঃ জুয়েল মিজি বলেন, যুবসমাজকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই আমার এই ক্ষুদ্র আয়োজন। সাত বছর ধরে যথেষ্ট সুনামের সাথে এই খেলাটি পরিচালনা করে আসতেছি। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ খেলাটি সফলতার সাথে সম্পন্ন করতে পারায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম