মতলব উত্তর (চাঁদপুর): দেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানী আহসান গ্রুপ লিমিটেড এর পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২৫টি মাদ্রাসার এতিম ছাত্র মাঝে প্রায় ৪ হাজার ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে লতরদি নিজ বাসভবন থেকে ২৫ টি মাদ্রাসার শিক্ষদের হাতে শীত বস্ত্র (কম্বল) তুলে দেন আহসান গ্রুপের মহাব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সিআইপি বলেন, সারাদেশে এখন খুবই শীত চলছে। তাছাড়া গ্রাম এলাকায় শীত শুরু হয়ে গেছে। বিশেষ করে মতলব উত্তরের মাদ্রাসা গুলোতে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন শীতে কষ্ট করেন অনেক ছাত্ররা বিল্ডিং এর ফ্লোরে ঘুমিয়ে থাকে, তারা শীতকালে অনেক কষ্ট করে এজন্যই মাদ্রাসার যারা এতিম রয়েছেন তাদের মাঝে কম্বল বিতরণ করলাম, এই বিতরণ কার্যক্রম অভ্যতা থাকবে প্রতিবছরই বিতরণ করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, যে যত বেশি দান করবে সে তত বেশি আল্লাহর দিদার লাভ করবে। তাই যতটুকু পারছি মানুষের মাঝে উপহার দিচ্ছি। আমাদের পক্ষ থেকে প্রতি বছর দিয়ে থাকি। সবাই আল্লাহর নির্দেশ মেনে চলবো, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্যত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে। ‘এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ সরকার,ব্যবসায়ী হুমায়ুন কবির,সাবেক মেম্বার গোলাম হোসেন জহির,হাফেজ মাওলানা আব্দুর রহিম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/