আলেমরা রাসুল (স.) থেকে পাওয়া রাজনীতি করবে, এটা তাদের অধিকার

মতলব উত্তরে মুদাফর এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন এর মুদাফর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থান ময়দানে কবরবাসীর মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করে।
বুধবার (২৭ নভেম্বর) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত কেন্দ্রীয় কবরস্থান ময়দানে এলাকাবাসীর উদ্যোগে কবর বাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখেন মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী। প্রধান আলোচক হিসেবে বয়ান রাখেন হাফেজ ক্বারী মাওলানা শুয়াইব আহমেদ আশ্রাফি, বিশেষ অতিথির বয়ান রাখেন মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুদাফরের ইমাম ও আলেমগন।
প্রধান অতিথির আলোচনায় মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী বলেন, কিছু মুর্খ লোকেরা বলে আলেমদের আবার কিসের রাজনীতি, তারা মানুষ মারা গেলে খতম আর মিলাদ পরবে এটাই শুধু আলেমদের কাজ। আলেমরা সরাসরি রাসুল (স.) এর কাজ থেকে রাজনীতি শিখেছেন, কারণ ওনাকে আল্লাহ রাস্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। সুলাইমান (আ.) তো পৃথিবীর বাদশা বানিয়ে ছিলেন আরো অন্যান্য নবী রাসুলগন রাস্ট্র নায়ক আল্লাহ বানিয়ে ছিলেন। তাই আলেমরা রাসুল (স.) থেকে পাওয়া রাজনীতি করবে এটা তাদের অধিকার। এছাড়াও মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন আলেমগন।
এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম