আলমগীর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন 

চাঁদপুর:  চাঁদপুরের শাহরাস্তিতে মা ও মেয়ের হাতে দিনমজুর আলমগীর হোসেন হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মনিপুর গ্রামবাসী।
বুধবার (১৯ মার্চ ) বিকেলে মনিপুর বাজারের দুপাশে বিপুল সংখ্যক নারী পুরুষ, শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে শরিক হয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
এলাকাবাসী দাবি করেন এ ঘটনায় মনিপুর গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হয়েছে। শান্তিপূর্ণ এলাকাটি আজ নরকে পরিণত হয়েছে। তাঁরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মা মেয়ে সহ সকলকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম