আমেরিকায় মারা গেলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা জিলান

বন্ধু মহলে শোকের ছায়া

চাঁদপুর:  চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য আহমেদ মোরশেদ জিলান (৫২) আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি………রাজিউন)।

তিনি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ছয়টায় আমেরিকার সাউথ ক্যারোলিনা স্টেটের চার্লস স্টোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

জিলান চাঁদপুর শহরের পুরান আদালত পাড়াস্থ মরহুম অ্যাডঃ আব্দুল হক সাহেবের চতুর্থ ছেলে। জিলানের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জিলান চাঁদপুরে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। চাঁদপুর জেলা ছাত্রলীগের মাহফুজুর রহমান টুটুল কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি নাছির উদ্দিন আহমেদ ও লুৎফুর রহমান পাটওয়ারীর চাঁদপুর পৌর আওয়ামী লীগ কমিটির সদস্য ছিলেন।

জিলান চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী বেপারি, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, যুবলীগ নেতা জাফর ইকবাল মুন্না, মাহফুজুর রহমান টুটুল ও শাহজাহান মাঝিদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

তার মৃত্যুর খবরে বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে। বন্ধুরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম