
চাঁদপুর: আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশ গ্রহন বিষয়ে সদর উপজেলার হানারচর ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র স্নেহধন্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পাটওয়ারী পলাশ।
রবিবার (১১ সেপ্টেম্বর) তিনি এই মতবিনিময় করেন।
এসময় ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ বলেন,আমি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করবো। কারন আমি দলের একজন কর্মী। আশা করছি দল আমাকে মূল্যয়ন করবে।আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট আমাকে দেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের ভোটের মূল্যয়ন দেওয়ার ।
সভায় বক্তব্য রাখেন, হানারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার রাড়ী , হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম,শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাজী,রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/