আমি তো মুস্তাফিজ হতে পারব না : তাসকিন

দেশের অন্যতম দ্রুতগতির পেসার তাসকিন আহমেদ। সঙ্গে সুইংটাও মোটামুটি পারেন। কিন্তু স্লোয়ার দেওয়ার ক্ষেত্রে তার দুর্বলতা আছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই তিনি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মিরপুর শেরেবাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তার আমন্ত্রণ রক্ষা করে  বৃহস্পতিবার মাশরাফি হোম অব ক্রিকেটে গিয়ে তাসকিনকে স্লোয়ার সম্পর্কে তালিম দেন। সঙ্গে পার্টটাইম পেসার হিসেবে সৌম্য সরকারও সেই ক্লাসে ছিলেন।

বাংলাদেশ তথা সারাবিশ্বে ‘কাটার মাস্টার’ হিসেবে সুপরিচিত নাম মুস্তাফিজুর রহমান। যিনি এই মুহূর্তে আইপিএলে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। মুস্তাফিজের এই ভয়ংকর অস্ত্রটিই এবার আয়ত্ব করতে চান তাসকিন। মাশরাফির ক্লাস শেষে সাংবাদিকদের এই তরুণ পেসার বলেন, ‘আমি মুস্তাফিজ হতে পারব না। মুস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আরকি। মুস্তাফিজের মতো কাটার আমি পারব না। বোলিংয়ে স্লোয়ার যোগ করা মানে একটা অপশন বাড়ানো।’

তাসকিন আরও বলেন, পেসের সঙ্গে আমার কোন কম্প্রোমাইজ নাই। আমার শক্তি যেটা পেস বাউন্স এটার সঙ্গে ওটা যোগ হলে আরেকটা বিকল্প হতে পারে। মাশরাফি ভাই বলেছেন, যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবি। হয়ত একটু সময় লাগবে। যদি শিখতে পারি আমার মনে হয় ভালো হবে। আমি কাটার আগেও করতাম। আমারটা একটু সোজা যেত, কম ঘুরত। স্লোয়ারটা কি আসলে সেইম অ্যাকশনে একটু পেস কমে গ্রিপ করা। সেটাই চেষ্টা করছি।

ফম/এমএমএ/

স্পোর্টস ডেস্ক | ফোকাস মোহনা.কম