চাঁদপুর: চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আইনটি সম্পর্কে সবাইকে অবহিত করা। আমাদের সচেতনতা দরকার এবং নীতি নৈতিকতার পরিবর্তন দরকার, আর সবার আগে দরকার দেশপ্রেমের। সাধারণ মানুষের জন্যে কিছু করা, তা আমাদের বুকে থাকতে হবে। সেটাই হবে দেশপ্রেম।
তিনি আরো বলেন, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা মেনে চললে আমাদের উন্নয়ন হবে। একটা পণ্য আজকে একদামে কিনে পরদিন তার মূল্য দ্বিগুন হতে পারে না। আইন প্রয়োগ করে সবসময় সবকিছু করা সম্ভব নয়। আমাদের সবার সচেতন হওয়া দরকার। আমরা চাই জেলার প্রতিটা মানুষ মানসম্মত খাবার খেয়ে নিরাপদে থাকুক। সবাই মিলে খারাপগুলো বর্জন করি তাহলেই আমরা উন্নত বাংলাদেশে পৌঁছাতে পারবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব সরকার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক ডকুমেন্টারি উপস্থাপন করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর হোসেন।
কর্মশালা শেষে অভিযোগকারী এক ভোক্তাকে জরিমানার ২৫শতাংশের অর্থ প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অন্যান্যরা।
ফম/এস.পলাশ/এমএমএ/