আমাদের মধ্যে অনেক খন্দকার মোস্তাক লুকিয়ে আছে : মেজর (অব.) রফিকুল ইসলাম

হাজীগঞ্জ (চাঁদপুর): বিএনপি জামায়াতের ডাকা অবৈধ অবরোধ, সারাদেশে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় পশ্চিম বাজার থেকে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণকে অগ্নি-সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অগ্নি-সন্ত্রাসীরা যে যেখানেই থাকুক, যারাই আগুন দেবে, জনগণের ওপর অত্যাচার করবে, সঙ্গে সঙ্গে জনগণকেই প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে। কারও ওপর নির্ভর করলে চলবে না। জনগণকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের ভেতরে খন্দকার মোস্তাকরা লুকিয়ে আছে। নির্বাচনের পর এসব মোস্তাকদের দল থেকে বহিস্কার করা হবে। যারা দলে থেকে দলের ভেতর বিবেধ সৃষ্টি করবে, তাদের থেকে সাবধান হতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক স্বপন পাল, আলহাজ¦ আনোয়ার হোসেন বতু, অধ্যাপক সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ মজুমদার, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মনির, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সি, ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাজী, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস এম মানিক, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাসেম, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লিটন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আবুল কাশেম, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হোসেন মিজি, দুলাল হোসেন, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের, জহির মেম্বার।

উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলম, সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলাম, তসলিম আহমেদ শিশির, ফরিদুল ইসলাম, রাজনচন্দ্র সাহা, শরীফ মোল্লা, সরোয়ার আলম কাজী, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, ছাত্রলীগ নেতা কাজী জীবন, হুমায়ন, ফরহাদ প্রমূখ।

এছাড়াও হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম