চাঁদপুর: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ আলমগীর হোসেন সরকার।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সদস্য এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতিআবু বকর সিদ্দিক বাবুল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা, অ্যাডভোকেট হারুনুর রশিদ।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত মুফতী সিরাজুল হক। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সদস্য সচিব রাশেদুজ্জামান টিপু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোর রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমান দুর্নীতির রাজনীতি করে না। সুদুর লন্ডন থেকেও রাজনীতি পরিচালনা করেন। তিনি মানুষের কতটা প্রিয় নেতা হলে ১০ হাজার কিলোমিটার দূরে থেকে বিএনপির রাজনীতি পরিচালনা করতে পারেন। আমাদের বিএনপি নেতাকর্মীরা কখনো পালানোর রাজনীতি করে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার কেড়ে নেয়। তাই তাদের ক্ষমতা চলে গেলে ভারতে পালিয়ে যায়। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের টানে দেশেই থাকেন। সুতরাং বিএনপি পালানোর রাজনীতি করে না, জনসেবার রাজনীতি করে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা চেষ্টা করা হয়। কিন্তু সেই ষড়যন্ত্রকারীদের চেষ্টা ব্যাহত হয়ে যায়। সেই তারাই পরবর্তীতে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে। আজও তারা আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কিন্তু কোন লাভ হবে না জনগণ বিএনপিকে ভালবাসে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।
ফম/এমএমএ/