আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে হবে বলা সেই ছাত্রদল নেতা কারাগারে

ফরিদগঞ্জ (চাঁদপুর):  আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলা সেই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
বুধবার (১২ মার্চ) দুপুরে শাওন কাবী রিজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
পুলিশ জানায়, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এসময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান এবং অশোভন আচরণসহ পুলিশের মুঠোমফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশের উপ-পরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাবো না।
 এদিকে সেই ভিডিও রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। যা নজরে আসে চাঁদপুর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের।
এই ঘটনায় বুধবার (১২ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি পত্রে শাওন কাবী রিজাকে১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং একই সঙ্গে পুলিশের কাজে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় দুপুরে কাবীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম