মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আয়োজন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভার নির্দেশনা মোতাবেক চাঁদাবাজ, দখলদার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে এ সাংগঠনিক মতবিনিময় সভা, ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক সরকার হান্নান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এএসএম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শিমুল আহমেদ হিমেল, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ইমু প্রমূখ। ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে দেশের সকল কাঠামো। ছাত্র-জনতার আন্দোলন, তারেক রহমানের দিক নির্দেশনা ও সে মোতাবেক আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত।
বক্তারা আরও বলেন, দেশে শৃঙ্খলা বজায়ে রেখে দেশকে এগিয়ে নেয়ার লক্ষে জনগণ বিএনপি’র দিকে তাকিয়ে আছে। তাই বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, দখলদারি বা কোন ধরনের উচ্ছৃংখলতা করে তাদের কোনক্রমেই ছাড় দেয়া হবেনা। এমন কাউকে যদি কোন নেতা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে চাই।
ফম/এমএমএ/আরাফাত/