আমরা কোন শাসক শ্রেণির অধীনে নির্বাচন চাইনা :ড. আলমগীর কবির পাটওয়ারী

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্য ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন, দল আমাদের যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। এই নির্দেশনা কেন পালন করতে হবে, কারণ আমরা পর পর দুইটি জাতীয় নির্বাচন দেখেছি। ওই দুইটি নির্বাচনে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রকাশ গঠেনি। সেখানে স্বৈরতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছেন, তারাও অকপটে স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, আমরা চাই তত্ত্বাবধায় সরকারের অধীনে গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা কোন শাসক শ্রেণির অধীনে নির্বাচন চাইনা। আমরা নির্বাচন করতে চাই, জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা দেশের শাসনভার গ্রহণ করবো। আর জনগণ যদি আমাদের ভোট না দেয়, যারা নির্বাচিত হবে তারা দেশের শাসনভার গ্রহণ করবে। এখানে বিরুপভাবে রাজনৈতিক কর্মকান্ডকে নিস্প্রেশন করার সুযোগ নেই।

ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে অনেকেই মনোনয়ন চাইবেন বা চাইতে পারেন। তাই বলে আমি যার সমর্থনকারী, তার পক্ষেই কথা বলবো। অন্যের বিরোধিতা করবো। তা ঠিক নয়। এই মন-মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। কারণ, যিনি বা যারা মনোনয়ন প্রত্যাশী, তারা অন্য কোনো দলের নয়। তারা আমাদের দলের লোক।

জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি জাকির হোসেন মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান মো. সোহেল ও মো. সাখাওয়াত হোসেন, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মিজানুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান হোসেন মিয়াজী প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিসান আহমেদ ছিদ্দীকির উপস্থাপনায় আলোচনা সভায় ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হানিফ, দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, বড়কুল পশ্চিম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম, রাজারগাঁও ইউনিয়নের যুবনেতা জামাল হোসেন ও সাব্বির হোসেন, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, বিএনপি নেতা মনির হোসেন বিডিআর এবং নেতৃবৃন্দের বক্তব্যের পরে নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার, আবু নাছের নুরু মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শহীদুল্লাহ্, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, য্বুনেতা জাহাঙ্গীর হোসেনসহ্ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম