‘আমরা কোনভাবেই এদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত হতে দেব না’

জামায়াতে ইসলামী চাঁদপুর সদর হানারচর ইউনিয়ন সম্মেলন

প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন করে দেশকে গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু হয়েছে। আমরা কোনভাবেই এদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত হতে দেব না।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা বাজার মসজিদ প্রাঙ্গনে ইউনিয়ন জামায়াত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরাচারমুক্ত করেছে দেশের সার্বভৌম রক্ষা, মানুষের শান্তি প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়ের জন্য। তারা একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। আমরা যে সফলতা পেয়েছি, এটিকে গণিমত হিসেবে নেয়ার দরকার ছিলো।

শাহজাহান খান বলেন, আমাদের এই বিজয়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, আমরা যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি মানুষকে কষ্ট দেই, লুণ্ঠুন করি, লুটতরাজ করি, হত্যা ও চাঁদাবাজি করি তাহলে মানুষ আমাদেরকে বলবে স্বৈরাচারই ভালো ছিলো।

তিনি বলেন, ছাত্র সমাজ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। তাদের ওই স্বপ্ন বাস্তবায়নে আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার। কারণ অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন ইসকন নামে সংগঠনে কিভাবে তাদের চেহারা উপস্থাপন করেছে। তারা চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে। এই ধরণের হত্যা ও ষড়যন্ত্র রুখে দিতে আমাদের যে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে, তার সাথে একমত পোষণ করে কাজ করতে হবে। রাজনৈতিকভাবে তর্কবিতর্ক থাকতে পারে, কিন্তু ইসলাম, দেশ ও মানুষের অধিকার আদায়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

জামায়াতের এই নেতা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ন্যায় প্রতিষ্ঠার কাজ করতে হবে। এক্ষেত্রে আমরা যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবো, তখন একজন সৎ লোককে নির্বাচিত করবো। সৎ লোকগুলো নেতৃত্বে আসলে আমাদের প্রত্যাশিত সেবা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছবে।

তিনি বলেন, এই বিশে^র মালিক আল্লাহ। আমাদের জীবন ও রাষ্ট্র পরিচালিত হবে তার বিধান দিয়ে। কারণ ভিন্ন পথ ও মতে মানুষের জন্য কোন কল্যাণ নেই। যে কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে তার দ্বীন কায়েমের দাওয়াত দিচ্ছে। আল্লাহর বিধান ও রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়নের জন্য মানুষদেরকে আহবান করছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন হানারচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার সহকারী সেক্রেটারী ও বালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. সুলতানা মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ব্যাংক (পিএলসি) ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. জুবায়ের হোসেন খান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চান্দ্রা ইউনিয়ন জামায়েতর আমির মো. ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা মো. মনিরুল ইসলামসহ স্থানীয় জাময়াাত ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম