আব্দুর রাজ্জাক ও কামরুল হাসান টিটু ভূঁইয়ার দাফন সম্পন্ন

চাঁদপুর:  আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ভূঁইয়া এবং মুক্তিযোদ্ধা আ. মালেক ভূঁইয়ার ছোট ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুলের ছোট ভাই চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য মো. কামরুল হাসান টিটু ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বাদ জুম্মা দক্ষিণ গুনরাজদী মধ্য ইচলী আহমদীয়া ঈদগা ময়দান প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে কামরুল হাসান টিটুকে তার পিতার কবরের পাশে এবং রাজ্জাক ভূঁইয়াকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দুটি জানাযায় ইমামতি করেন ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাও. ওয়াদুদ।

শুক্রবার ভোর ৪টায় সময় ব্যবসায়িক কাজে চট্টগ্রামে অবস্থান হার্ট অ্যাটাক কামরুল হাসান টিটু ভূঁইয়া ইন্তেকাল করেন এবং আব্দুর রাজ্জাক ভূঁইয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সকাল ৮টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

এদিকে কামরুল হাসান টিটু ভূঁইয়ার মৃত্যুর খবরে স্থবির হয়ে পড়ে পুরো শহর। প্রিয় বন্ধু বা ছোট ভাইকে এক নজর দেখতে মধ্য ইচলী ভূঁইয়া বাড়িতে মানুষের ঢল নামে। টিটুর ভূঁইয়ার আকস্মিক মৃত্যু যেনো কেউ মেনে নিতে পারছিল না। নেতাকর্মীদের চোখের জল আর আর্তচিৎকারে ভারী হয়ে উঠে বাতাস। ভোড় বেলা টিটু মৃত্যুর খবর শুনে তার নিজ বাড়িতে ছুটে যান জেলা আওয়ামী লীগের-বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও আশপাশের এলাকাবাসী।

বাদ জুমার নামাজের পর দুই জনের দক্ষিণ গুনগাজদী ও মধ্যেই ইচুলি আহমদীয়া ঈদগা ময়দানে নির্ধারিত হয় জানাযার সময়। জানাজায় অংশ নিতে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে। এজন্য প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ঢল।

মরহুমের জীবন কর্মের স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুর ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

মরহুম মো. কামরুল হাসান টিটু ভূঁইয়ার বড় ভাই জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে প্রফেসর মফিজুল ইসলাম রতন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশীদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব মভাপতি এএইচএম আহসান উল্যাহ, মডেল থানার অফিসার ইনচার্জ মো. মুহসিন শেখ, জেলা যুবলীগের আহ্বায় মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, মো. আবু পাটওয়ারী, পৌরসভার কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, ,জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, জেলা যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মাহমুদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান পাটওয়ারী, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূঁইয়া, চাঁদপুর যুব ফাউন্ডেশনের সভাপতি মামুন ভূঁইয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. বারেক ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ম-প্রাণ মুসল্লীরা।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ভূঁইয়া মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং পৌর যুবলীগের সদস্য মো. কামরুল হাসান টিটু ভূঁইয়া মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুনরাহী রেখে গেছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম