আবু নঈম দুলাল পাটওয়ারীর সাথে সিএনজি শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-চট্ট-২৫০৩) এর নবনির্বাচন কমিটির নেতারা।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় সাধারণ সম্পাদকের বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী শাহরিয়ার হোসেন ওমর ফারুক, সাধারণ সম্পাদক সলিম গাজী, কার্যকরী সভাপতি মো. সফিক গাজী, সিনিয়র সহ-সভাপতি মো. মিন্টু বেপারী, সহ-সভাপতি মো. ফয়সাল হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাঠান, সহ সাধারণ সম্পাদক মো. সুমন প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা রাজু, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক মো. সবুজ মিয়া, দপ্তর সম্পাদক মো. শামীম মিজি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সড়ক ও লাইন সম্পাদক মো. তাইজ উদ্দিন হাওলাদার, কার্যকরী সদস্য মো. ইয়াছিন লিটন, সদস্য মো. আশাদুল মিজি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীসহ আরো অনেকে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম